যে চোখে থেমে যায় গোটা পৃথিবী। যে চোখের পলক পড়লেই দিন থেকে রাতে বদলে যায়, আর চোখ খুললেই হয় নতুন ভোর, এমন চোখের অধিকারী হয়েছেন হাতে গোনা কয়েকজনই। সেই বিরলদের মধ্যে অন্যতম একজন বলিউড অভিনেত্রী তথা 'প্রাক্তন' মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন।
তার চোখেই আটকে গেছে অনেকে নর-নারীর যৌবন। চোখের পলক পড়া থেকে চোখের নানান অঙ্গ ভঙ্গি, চোখের ভাষা, একবার নয় বহুবার সিনেপ্রেমীদের মন কেড়েছে।
এমন সুন্দর চোখ জোড়া 'আই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'কে দান করেছেন ঐশ্বরিয়া। তার মৃত্যুর পর চোখ জোড়া আই 'অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' সংরক্ষন করবেন। এরপর ঐশ্বরিয়ার চোখেই হয়তো কোন অন্ধ তার চোখের আলো খুঁজে পাবেন।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৬/হিমেল