'পদ্মাবতী' ছবিতে দীপিকা পাড়ুকোনকে পাবেন না রণবীর সিং। পর্দায় পাচ্ছেন না তো কী হয়েছে, বাস্তব জীবনে 'পদ্মাবতী' দীপিকার হাত ধরেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে রণবীর-দীপিকা উপস্থিত হন আম্বানি পরিবারের পার্টিতে। এক গাড়িতে করেই পার্টিতে যোগ দেন তারা। গাড়ি থেকে নামার পর রাণী 'পদ্মাবতী'র হাতটি ছিল রণবীর সিংয়ের মুঠোতেই।
ভাগ্নি ইশিতার বিয়ে উপলক্ষে পার্টির আয়োজন করেন নীতা ও মুকেশ আম্বানি। এতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আলিয়া ভাটসহ অনেক পরিচিত বলিউড তারকা।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা