সামনেই মুক্তি পাচ্ছে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। তাই এ মুহূর্তে তারা দু'জনই ছবির প্রচারে কাজে বেশ ব্যস্ত রয়েছেন। তার মধ্যেই গণমাধ্যমকে বলিউড বাদশা জানালেন, নারীসঙ্গই নাকি বেশি ভালো লাগে তার পুরুষসঙ্গের চেয়ে।
শাহরুখের এ নারীপ্রীতির কখা এর আগে কখনও শোনা যায়নি। তবে কি আলিয়া ও গৌরির সান্নিধ্যে এসেই এমন উপলব্ধি হয়েছে বলে সবাই মনে করছেন। তবে এ সময় তার এই রসিকতায় হেসে ওঠেন পাশে থাকা আলিয়া ভাট ও ‘ডিয়ার জিন্দেগি’র নির্মাতা গৌরি শিন্ডে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “এ পৃথিবীটা এতো সুন্দর তার প্রধাণ কারণ হলো এতে সুন্দর সুন্দর মেয়েরা বাস করে। আমি বরাবরই এমন রমণীভক্ত। এমনকি পুরুষ প্রধান চরিত্রের চেয়ে নারী প্রধান সিনেমায় অভিনয় করতে বেশি ভালো লাগে আমার!”
শাহরুখ আরও বলেন, “নারীরা অনেক কোমল ও সংবেদনশীল হয়ে থাকে। এ কারণে তাদের সান্নিধ্য আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয়, আমার আশপাশে শুধু মেয়েরা থাকলেই ভালো হত!”
সেই সঙ্গে তার নতুন সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’তে নারী চরিত্রগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়ে বলে জানান এ তারকা।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১