ফের একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করলেন আনুষ্কা শর্মা। আড় শাহরুখের সাথে কাজ করতে পেরে বরাবরের মতই খুশি তিনি। নিজের প্রথম ছবি ‘রব নে বানাদি জোড়ি’, এরপর ‘জাব তাক হ্যায় জান’ এর পর ইমতিয়াজ আলি পরিচালিত নতুন একটি ছবিতে দেখা যাবে এই তারকা জুটিকে।
এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আনুষ্কা বলেন,‘ইমতিয়াজ আলির সঙ্গে এটি প্রথম সিনেমা হলেও শাহরুখের সঙ্গে তৃতীয় সিনেমা। খুব ভাল লাগছে। দুর্দান্ত অনুভূতি। এখন পর্যন্ত ছবিটির নাম ‘দ্য রিং’ নাম রাখা হলেও পরে সেটি পরিবর্তন করা হতে পারে।’
কিছুদিন আগেই সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে। সেই প্রসঙ্গে আনুষ্কা বলেন,‘আমরা গত দু’মাস ধরে ইউরোপের বিভিন্ন শহরে শ্যুটিং করেছি। খুব মজা করেছি। তবে সিনেমাটি নিয়ে এখন এর বেশি কিছু বলা সম্ভব নয়। ’
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১