ইংল্যান্ডের মডেল ও সাবেক বিউটি কুইন শাম্মি কারসি (২৯) আত্মহত্যা করেছেন। ধারনা করা হচ্ছে মানিসক যন্ত্রণা সইতে না পেরে তিনি এ আত্মহননের পথ বছে নেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার বাড়ির পাশের বেনহল পার্কে ওই নারী মডেলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
শাম্মি কারসির স্বজনদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে কারসি বিষণ্নতা, দুঃশ্চিন্তা এবং খাবারে অনিয়ম করছিলেন। পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগেছিলেন তিনি।
উল্লেখ্য শাম্মি ২০০৯ সালে চেলটেনহ্যামে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তিনি একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মাত্র ১৩ বছর বয়স থেকেই শাম্মি খাদ্যগ্রহণে অনীহা রোগে ভুগছিলেন। এরপর সম্প্রতি তার বিষণ্নতার বিষয়টি ধরা পড়ে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০