কফি উইথ করণ-এর সেটে আসছেন দীপিকা। কিন্তু বলিউডে জোর জল্পনা চলছে দীপিকার সঙ্গে আসছেন তার হলিউড কো-স্টার ভিন ডিজেল।
আসছে জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাবে দীপিকার হলিউড ডেবিউ সিনেমা ‘এক্স এক্স এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’।
ইতিমধ্যে ভিন এবং দীপিকা সিনেমার বিভিন্ন মূহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছেন দর্শকদের কাছে। কিছুটা এভাবেই সিনেমার প্রচার শুরু করেছেন তারা।
এবার শোনা যাচ্ছে, সিনেমা প্রচারের জন্যই করণের সঙ্গে আড্ডায় মাতবেন তারা। ভারতে এই সিনেমা জনপ্রিয় করতে কফি উইথ করণের মঞ্চকেই বেছে নিতে চলেছে ‘এক্স এক্স এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’–এর অভিনেতারা।