এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন বলিউড তারকা মনোজ বাজপেয়ী। এই একই বিভাগে মনোনীত ছিলেন আরও এক বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী। সম্প্রতি ব্রিজবেনে আয়োজিত অনুষ্ঠানে মনোজ বাজপেয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা ডেভিড ওয়েনহাম ও সঞ্চালিকা অঞ্জলি রাও।
হনসাল মেহেতার ছবি ‘আলীগড়ে ’ প্রেফেসার সিরাসের চরিত্রের জন্যই পুরস্কারটি পেয়েছেন মনোজ বাজপেয়ী। তবে এই প্রথম নয় এর আগেও এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তখন তার ঝুলিতে ছিল পরিচালক অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিটি।
পুরস্কারের জুরি সদস্যদের মধ্যে ছিলেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালও। তিনি জানিয়েছেন, সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এর আগে নওয়াজ উদ্দিনও ‘রামান রাঘব ২.০’ ছবির জন্য জিতে ছিলেন এই পুরস্কার।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৬/হিমেল