আমেরিকার তারকা মডেল কাইলি জেনারকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি প্রেমিকের জন্মদিনে নিজের নগ্ন ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দেন এ মডেল। শুধু প্রেমিকের জন্মদিনেই নয়, এরকম কাণ্ড হরহামেশাই করতে দেখা যায় তাকে।
কাইলির এসব বিতর্কিত পদক্ষেপের প্রেক্ষিতে একটি পর্নো সাইট মন্তব্য করেছে, কাইলি আসলে পর্নো ইন্ডাস্ট্রিতে আসার জন্যই প্রস্তুতি নিচ্ছেন!
'কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ান' রিয়েলিটি শো দিয়ে পরিচিতি পান কাইলি। পোশাক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন ১৯ বছর বয়সী এ মডেল। আমেরিকার তরুণ প্রজন্মের ওপর তার বেশ প্রভাব আছে বলে বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগের সাইটে বেশ জনপ্রিয়তা আছে।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা