নীতা আম্বানির পার্টিতে রণবীর সিংয়ের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। বলাবাহুল্য তারা একইসঙ্গে পার্টিতে হাজির হন এবং খুব কম সময়ই দীপিকার হাত ছেড়েছেন রণবীর। সুতরাং এতদিন ধরে বলিউডের জনপ্রিয় দুই তারকার বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন চলছিল, তা ধাপাচাপা পড়েছে।
তবে ওই পার্টিতে রণবীর-দীপিকার যুগলবন্দী ছবিগুলোতে এমন একটা বিষয় অনুরাগীদের চোখে পড়েছে, তা বেশ তাৎপর্যপূর্ণ। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার আঙুলে একটি আংটি। এ জুটির এক অনুরাগী ওই পার্টির একটি ছবিটি টুইট করেন যা এরইমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে স্পষ্ট দেখা গেছে, দীপিকার আঙুলে বেশ বড়সহ এক আংটি। গুঞ্জন শুরু হয়েছে, গোপনে বাগদান সেরে ফেলেছেন রণবীর-দীপিকা।
ভারতীয় সংবাদমাধ্যমেও খবর, দীপিকার আঙুলে যে আংটি দেখা গিয়েছে, তা বাগদানের হতে পারে। দীপিকা-রণবীর এখনও এ বিষয়ে মুখ খোলেননি।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা