আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের এ সময়ের আলোচিত অভিনেতা সাইমন। গত বুধবার নবীন নির্মাতা তাজু কামরুলের 'দরবার' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের 'ইফতেখার' ও শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ ছবিতে চুক্তিবদ্ধ হন সাইমন।
গত ১৪ অক্টোবর মুক্তি পেয়েছে সাইমন অভিনীত ‘চোখের দেখা’ ছবিটি। এতে তার বিপরীতে কাজ করেছেন অহনা। 'দরবার' ছবির নায়িকার নাম চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ