নিজের আপত্তিকর কিংবা দেখতে অসুন্দর লাগছে এমন ছবি অন্য কেউ অনলাইনে পোস্ট করে না। কিন্তু ক্যাথেরিন জেটা-জোন্সের ক্ষেত্রে এই যুক্তি যায় না। অনলাইনে নিজের কিছু ছবি দেখে তার বুঝতে বাকি নেই মেক্সিকান সাগরপাড়ে বেড়ানোর সময় তার কিছু ছবি কৌশলে এগুলো তুলে ফেলেছিল পাপারাজ্জিরা। এ ঘটনায় তাদের প্রতি রাগ প্রকাশ না করে তাদেরকে হতাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের বিকিনি পরা ছবি পোস্ট করে দিয়েছেন জেটা-জোন্স। এগুলো তুলেছেন তার স্বামী মাইকেল ডগলাস। ছবি শেয়ারের সঙ্গে আলোকচিত্রী সাংবাদিকদের ধিক্কারও জানান ৪৭ বছর বয়সী হলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি স্বামী-সন্তানের সঙ্গে পারিবারিক ছুটি কাটানোর সময় জেটা-জোন্স অবিরাম ক্যামেরাবন্দি করেছে পাপারাজ্জিরা। সেই সময় স্বামীর তুলে দেওয়া দুটি ছবি পোস্ট করে ক্ষোভ ঝাড়লেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১