যুক্তরাষ্ট্রের অভিনেত্রী, মডেল এমিলি ও’হারা রাতাকোয়াস্কি এ প্রজন্মের কাছে বহুল আলোচিত। আলোচিত এই মডেলকে অনেকবার নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। আর সেই নগ্ন ছবি ছাপা হয়েছে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে। তবে এবার তাকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূত্রপাত আরও একটি পোজ দেয়াকে কেন্দ্র করে।
২৫ বছর বয়সী এই অভিনেত্রী এবার শরীর থেকে পোশাক সম্পূর্ন ঝেরে ফেলেছেন। তার গায়ে কাপড় বলতে কিছু নেই। এ অবস্থায় বিভিন্ন ভঙ্গিমায় তিনি ছবি তুলেছেন। কখনও সোফার ওপর। কখনও ঘরের কোণে। কখনও আউট লোকেশনে। এসব ছবিতে তিনি শরীরের কোন অংশকেই গোপন রাখেন নি। পুরোটাই মেলে ধরেছেন দর্শক, পাঠকদের উদ্দেশে। তবে এসব ছবি আজকের নয়। এখন থেকে চার বছর আগে এগুলো তুলেছেন ইমপেরিয়াল পিকচার্স পাবলিশিংয়ের জন্য।
সম্প্রতি বিষয়টি প্রকাশিত হওয়ায় তা নিয়ে আলোচনা তুঙ্গে। উল্লেখ্য, এমিলি যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ও মডেল হলেও তার জন্ম লন্ডনে। তার পিতামাতা তখন বসবাস করতেন লন্ডনে। পরে এমিলি বড় হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫