‘রুস্তম’ ছবির নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ইনস্টাগ্রামেই ৪০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
ভিডিওটিতে ইলিয়ানা তার ২৯তম জন্মদিনের সেলিব্রেশনের একটি মুহূর্ত তুলে ধরেছেন। ভিডিওটি তুলেছিলেন তার অস্ট্রেলীয় ফটোগ্রাফার বয়ফ্রেন্ড অ্যান্ড্রু। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেন ইলিয়ানা। আর এখন ভিডিওটির ফলোয়ার সংখ্যা এখন ৪০ লাখেরও বেশি। ৪০ লাখের মাইলস্টোন পার হওয়ার জন্য তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ।
ভিডিওটিতে ইলিয়ানাকে একটি সুইমিং পুলে পানির নিচে বিকিনিতে অনেকটা ‘মৎসকন্যা’র ভঙ্গিতে খেলা করতে দেখা যাচ্ছে। মিস্টি হাসি ঠোঁটের কোনায় ধরে রেখে হাতের ইশারায় জলের তলায় ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন নায়িকা।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭