বলিউড অভিনেতা শাহরুখ খানের নতুন সিনেমা 'রইস' ছবিটির জন্য তার ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এ বছরের ৬ জুলাই মুক্তি দেয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু সেদিন মুক্তি পায় বলিউডের আরেক সুপারস্টার সালমান খান অভিনীত 'সুলতান' সিনেমা।
এ কারণে সেদিন ছবিটি মুক্তি পায়নি। তাই রেড চিলি এন্টারটেনমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 'রইস' ছবিটি আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে। ছবি মুক্তি দেওয়ার। তিবে ছবিটির ট্রেইলার এখনও মুক্তি পায়নি। তাই ধৈর্যের বাঁধ এ বার ভাঙতে চলেছে দর্শকদের। দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়ে রেড চিলি জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘রইস’র ট্রেলার।
মোট ৩ হাজার ৫০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পাবে এই ট্রেলার। এভাবে এতগুলো স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছবির প্রচার আগে কখনও দেখেননি ভারতীয় দর্শক। ওই সাড়ে তিন হাজার স্ক্রিনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভক্তদের মুখোমুখি হবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন আরেক অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪