সম্প্রতি ক্যাটরিনা কাইফ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তোলা নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যা দেখে হয়তো অনেকেই ভাবছেন, তিনি বোধ হয় ছুটি কাটাচ্ছেন? মোটেই না! জানা যায়, তিনি একটি পত্রিকার ফটোশ্যুটে ব্যস্ত সমুদ্র সৈকতে।
ক্যাটরিনা নিজেই জানিয়েছেন, তিনটে বিমান পাল্টে ১২ ঘণ্টার পথ অতিক্রম করে মালদ্বীপ পৌঁছতে গিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে এখন মালদ্বীপের মনোরম সমুদ্র সৈকতে সাদা বিকিনিতে মন্ড লাগছে না ক্যাটরিনাকে।
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে মাঝের কয়েকটা দিন ডিপ্রেশনে ছিলেন ক্যাটরিনা। তবে এখন সব ঝেড়ে ফেলে নতুন করে কেরিয়ারে মন দিয়েছেন।