আগামী ১৩ই ডিসেম্বর প্রয়াত চিত্রনায়ক জসিম উৎসব-২০১৬ পালন করা হবে। অনুষ্ঠানের আয়োজন করা হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। এ উৎসবে চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মডেলসহ অন্যান্য শিল্পীরা অংশ নেবেন।
এই উৎসবে বাংলাদেশ চলচ্চিত্রে ও দেশের জন্য চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন। এতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আয়োজক হিসেবে কাজ করছে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি।
'দোস্ত দুশমন' ছবির মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় জসিমের। প্রায় ৩০০ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন তিনি।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা