কিছু দিন পরই তো বিরাট কোহলির সতীর্থ যুবরাজ সিং আর হেজেল কিচ সংসার বাঁধতে যাচ্ছেন। আর যুবির বিবাহ অনুষ্ঠানে বিরাট ও আনুশকা থাকবেন না, তাও কি সম্ভব! বিয়ে বাড়িকে দ্বিগুণ জমকালো করে তুলতেই একসঙ্গে হাজির হবেন বিরাট এবং তার সঙ্গিনী আনুশকা। আগামী ৩০ নভেম্বর মূলত যুবির বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার জন্যই পাঞ্জাবে এসে পৌঁছেন আনুশকা।
জানা যায়, যুবি-হেজেলের এই বিয়ের অনুষ্ঠানে বিরুষ্কা ছাড়াও ক্রীড়া ও বিনোদন জগতের অনেক চেনা মুখকেই দেখা যাবে। তবে ক্যামেরার লেন্স যে বিরাট-আনুশকা মতো আলোচিত জুটির দিকেই তাক করে থাকবে, তা আর বলে দেওয়ার প্রয়োজন নেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার