আগামী ৩০ নভেম্বর ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ শ্লোগানে শহীদ মিনারে মহা সমাবেশের ডাক দিয়েছেন টেলিভিশন কলাকুশলীরা। অার সমাবেশকে সামনে রেখে চলছে প্রচারণা। ইতোমধ্যে অভিনয় শিল্পীরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভিডিও বার্তার মাধ্যমে সমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন।
ভিডিও বার্তায় প্রথম এই আহ্বান জানান অভিনেতা রওনক হাসান। এরপর আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, মৌসুমী হামিদ, শামীমা তুষ্টিকে দেখা গেছে ভিডিওবার্তায় আহ্বান জানাতে।
উল্লেখ্য, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ বন্ধ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ এবং ডাউন লিংকের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধসহ মোট ৫ দফা দাবিতে মহাসমাবেশ করার ডাক দেয় শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ