মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড সাবেক স্বামী জনি ডেপ এর সঙ্গে চলতি বছরে বিয়েবিচ্ছেদ ঘটান এ শারীরিক নির্যাতনের অভিযোগ এনে। তাই নিজের কাছের মানুষের কাছ থেকে শারীরিক নির্যাতনের কষ্টটা কতখানি পোড়ায় সেটি তিনি বেশ ভালোভাবেই বুঝেন। এবার তিনি সরাসরি মাঠে নামলেন নারীদের উপর নির্যাতনকে রুখে দাঁড়াতে। বিচ্ছেদের পর জনি ডেপ-এর কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ পেয়েছিলেন সেটা নির্যাতিত নারীদের সাহায্যে খরচ করার ঘোষণা দিলেন তিনি।
সম্প্রতি গৃহ নির্যাতনের প্রতিবাদ করে তৈরি একটি ভিডিওতে অংশ নিলেন ‘দ্য রাম ডায়েরি’ খ্যাত এই অভিনেত্রী্। তিনি বলেন, “আমার মনে হয়, ‘নির্যাতনের শিকার’- এই তকমাটা একবার লেগে যাওয়ার ব্যাপারটি ছিল খুব লজ্জার। আপনারা জানেন, এটা এতো বেশি নারীর সঙ্গে ঘটে; কিন্তু যখন এটা আপনারই নিজের ঘরের বন্ধ দরজার পেছনে আপনি যাকে ভালবাসেন- এমন কারও সঙ্গে ঘটে- তখন সেটা আর এতো সরল থাকে না।”
তিনি বলেন, “ওই সময়টাতে যদি আমার আশপাশে এমন কিছু বন্ধু না থাকতো, যাদেরকে আমি সত্যিই বিশ্বাস করি; এমন কয়েকজন নারী যদি না থাকতেন, যারা আমার পক্ষে ছিলেন, তবে কী কঠিনই না হতো ওই সময়টাকে পার করা!”
তিনি আরও বলেন, “শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে এবং গোটা বিষয়টি জনসমক্ষে গড়ানোর কারণে, আমার একটি অনন্য সুযোগ হয়েছে অন্য নারীদের এটা মনে করিয়ে দেওয়া, এই লড়াইয়ে তারা একা নয়। আমরা চাইলেই এটা বদলাতে পারি।”
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-৩