'এইয়ে রিস্তা ক্যায় কহলাতা হ্যায়' থেকে বেরিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। আর এ খবর সামনে আসতেই হিনার কয়েকজন ভক্ত আত্মহত্যার হুমকি দিয়েছেন। জানা গেছে, জনপ্রিয় এ ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন হিনা খান।
খুব স্বাভাবিকভাবেই এই খবরে ভেঙে পড়েছেন হিনা ভক্তেরা। তবে কেউ কেউ তো কয়েক ধাপ এগিয়ে হিনাকে নাকি হুমকি দিতে শুরু করেছেন। কী ধরনের হুমকি? মূলত আত্মহত্যার হুমকি।
এ বিষয়ে হিনা নিজে একটি বিনোদন পোর্টালে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। হিনার কথায়, অনেকেই সোশ্যাল মিডিয়ায় হুমকি দিতে শুরু করেছে যে তারা নিজেদের শেষ করে দেবে। একজন হুমকিভরা একটা ভিডিও আমাকে পাঠিয়েছে। হিনার কথায়, আমি ভাবছি নিজে এবার ফেসবুকে একটি আবেদন ভিডিও পোস্ট করব। সবাইকে অনুরোধ করব এমন কোনও বোকামি না করতে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ