ফের আলোচনায় রণবীর কাপুর। তার মতিগতি নিয়ে বরাবরই সন্দেহ প্রকাশ করে এসেছে বলিউডের একাংশ। কখনও দীপিকা, কখনও ক্যাটরিনা, কখনও আবার জ্যাকলিন ফার্নান্দেজ, বহু সুন্দরীই রণবীরের জীবনের অনেকটা জায়গা করে নিয়েছেন।
জুনিয়র কাপুরের এমন হ্যাপেনিং লাভ লাইফ নিয়ে মিডিয়াও বরাবর সচেতন। তিনি কোন অভিনেত্রীর সঙ্গে ডেটে যাচ্ছেন, কার সঙ্গে চ্যাট করছেন বা কার সঙ্গে ডিনার করতে যাচ্ছেন, সব নিয়েই মানুষের উৎসাহের কমতি নেই। কিন্তু এমন পরিস্থিতিতে আচমকা পরিচিত নারীসঙ্গের কথা একেবারে রীতিমতো ভুলে গিয়েই আত্মরতিকেই বেছে নিলেন জুনিয়র কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলতে গিয়ে রণবীর বলেছেন, “ভালবাসাহীন যৌনতার থেকে হস্তমৈথুন ভাল।” শুধু তাই নয়, ভালবাসাহীন যৌনতা হস্তমৈথুনের থেকে খারাপ বলেই দাবি করেছেন তিনি।
আর তার এমন বক্তব্যকে ঘিরেই এবার হতবাক বলিউড। যে অভিনেতার সঙ্গে বরাবর বলিসুন্দরীদের নাম জড়িয়েছে সে হঠাৎ আত্মরতিতে মজল কেমন করে, তা নিয়েও জোর কানাঘুষো শুরু হয়েছে বলিউডে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল