বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা রণবীর কাপুর এবং রণবীর সিং দু'জনই দীপিকা পড়ুকোনের প্রেমিক। তবে একজন সাবেক, আরেকজন বর্তমান। এ দুইজন একসঙ্গে উপস্থিত হলে দীপিকার প্রসঙ্গ উঠবে এটাই স্বাভাবিক।
সম্প্রতি জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’র সিজন ফাইভের চতুর্থ পর্বের অতিথি ছিলেন রণবীর কাপুর ও রণবীর সিং। এ সময় হাস্যরসাত্মক মন্তব্য ও নিজেদের সম্পর্কে বিভিন্ন কথা বলে রীতিমতো মাত করেছেন তারা।
তাদের মধ্যে দীপিকাকে নিয়ে কোনো অপ্রীতিকর মুহূর্ত তৈরি হয় কিনা? অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের এমন প্রশ্নে রণবীর কাপুর বলেন, ‘না, এটা কেন হবে? এটা কী হওয়া উচিৎ? আমি তাদের সঙ্গে ঘোরাঘুরি করি। আমার মনে হয়, পর্দায় তারা জুটি হিসেবে খুবই চমৎকার। এছাড়া এ জুটি যেভাবে একসঙ্গে থাকেন এবং পরস্পরের প্রশংসা করেন, তাতে তারা একে অন্যের জন্য পার্ফেক্ট। তাদের ব্যাপারে আমি খুবই খুশি।’
তিনি বলেন, ‘আমি চাইব তারাও বিষয়টি এভাবেই দেখবেন এবং এই জুটি কয়েকটি সন্তান জন্ম দিবেন। আশা করব, এই সন্তানরা আমাকে খুব পছন্দ করবে এবং আমি তাদের পছন্দের ভালো অভিনেতা হবো।’
অনেকদিন ধরেই বলিপাড়ায় রণবীর সিং এবং দীপিকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এ জুটি তাদের এই সম্পর্কের কথা এতোদিন স্বীকার করেননি।
বিডি প্রতিদিন/ ২৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২