বিগ বসের বিচারক ওম স্বামীর উপর বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। তুলোধোনা করেছেন বিগ বসের ঘরের এবং অনুষ্ঠানের দর্শকদের সমস্যা ওম স্বামীকে।
ওম স্বামী সন্ন্যাসী হয়েও নারীদের নিয়ে আপত্তিজনক, অশালীন মন্তব্য করায় রাখি বলেন, 'আমার ইচ্ছে করে বিগ বসের বাড়িতে গিয়ে ওম স্বামীর সব জামা-কাপড় কেড়ে নিই! এই অসভ্য লোকটা নারীদের নিয়ে এরকম অসম্মানজনক কথা বলে কী করে! কে ও? অনুষ্ঠানের বিচারক? আমি খুব খুশি হব ওকে বিগ বসের বাড়িতেই নগ্ন করে দিতে পারলে! ওর সব জামা-কাপড় দেওয়ালের বাইরে ছুড়ে ফেলে দেবো! যাতে নগ্ন অবস্থাতেই ওকে পথে নামতে হয়! যখন ঘুমাবে, তখন ওর চুল-দাড়িও কেটে নিতে পারি! কোন গুহা থেকে এই জানোয়ারটাকে তুলে এনেছে বিগ বস কর্তৃপক্ষ?
অবশ্য, শুধু ওম স্বামীই নয়! আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতিও বেশ কটাক্ষ করেছেন রাখি। বলেছেন, 'হিলারি ক্লিনটন নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতায় নামা উচিত ছিল! তাহলেই দেখতেন, ও আর জিততে পারত না!'