সম্প্রতি টুইটারে ভীষণ হেনস্থার শিকার হতে হল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে! জানা যায়, ভারতের আইসিএসই পাঠ্যক্রমে জে কে রোলিংয়ের হ্যারি পটার সিরিজ থেকে শুরু করে টিনটিন ও অ্যাসটেরিক্স সবই অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছিল দেশটির শিক্ষা বোর্ড। সাধারণ ছাত্রছাত্রী থেকে শিক্ষাবিদ ও অভিভাবক বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
এই ব্যাপারে শিল্পা শেঠির কাছে জানতে চাওয়া হলে, তিনি বাকিদের মতোই এই উদ্যোগের প্রশংসা করেছেন। কিন্তু সেখানেই থামেননি। তিনি বলেন, লর্ড অব দ্য রিঙ্গস বা হ্যারি পটার পড়লে বাচ্চাদের কল্পনার জগৎ সমৃদ্ধ হবে। সৃষ্টিশীলতাও বাড়াতে সাহায্য করবে। তিনি আরো বলেন, জর্জ অরওয়েলের ‘অ্যানিমাল ফার্ম’ও পাঠ্যক্রমে রাখা যেতে পারে। এইবই থেকে বাচ্চারা শিখতে পারে কী ভাবে পশুপাখিকে ভালবাসতে হয় এবং যত্ন নিতে হয়।
দেশটির একটি ইংরেজি দৈনিকে তার এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর পরেই টুইটারে ঝড় উঠে। শিল্পার এমন মন্তব্যের পর তাকে অনেকেই ব্যঙ্গ করে বিভিন্ন বিষয় লিখতে শুরু করেছে। আবার অনেকে শিল্পার এমন পরামর্শকে বোকামি বলেও উল্লেখ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার