জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা প্রায় এক বছর ধরে ক্যামেরা থেকে দূরে ছিলেন। কোনো নাটক বা চলচ্চিত্রের কাজ হাতে নিচ্ছিলেন না। কারণ, কিছুতেই নাকি গল্প পছন্দ হচ্ছিল না তার। তবে ভক্তদের এবার সুখবর দিলেন তিনি। জানিয়েছেন, গল্প পছন্দ হওয়ায় নতুন একটি চলচ্চিত্রের কাজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ছবিটির নাম ‘নীলফড়িং’। ছবিটিতে চম্পাকে অধ্যাপকের চরিত্রে দেখা যাবে। চম্পা ছাড়াও এতে আরও অভিনয় করছেন আফ্রি, শিপন, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, রাজনসহ আরো অনেকে।
ছবিটি নির্মাণ করবেন নবাগত পরিচালক ইদ্রিস হায়দার। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও তিনিই লিখেছেন। ছবিটি প্রযোজনা করবে নোমান ফিল্মস।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/ফারজানা