‘জুড়ওয়া ২’ ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করবেন কারিশমা কাপুরও। পরিচালক ডেভিড ধাওয়ানের অনুরোধে, অতিথি শিল্পী হিসেবে ছবিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে কারিশমা বলেন, ডেভিড ধাওয়ানই প্রস্তাবটি দিয়েছেন। দেখি কতদূর এগোয়!
১৯৯৭ সালে মুক্তি পায় সালমান খান-করিশমা কাপুর এবং দক্ষিণী নায়িকা রম্ভা অভিনীত ‘জুড়ওয়া।’ ছবিটি পরিচালনা করেন ডেভিড ধাওয়ান। ২০ বছর পর ছেলে বরুণ ধাওয়ান, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ এবং তাপসী পান্নুকে নিয়ে সেই ছবির সিক্যুয়েল বানাতে চলেছেন তিনি।
ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন সাজিদ নাদিওয়ালা। তিনি বলেন, সালমান-কারিশমা ছাড়া 'জুড়ওয়া ২' অসম্পূর্ণ। সালমানকে অতিথি শিল্পী হওয়ার জন্য অনুরোধ করেছি। ও রাজি হয়েছে। করিশমার সঙ্গেও কথা চলছে।
সালমানের মতো ‘জুড়ওয়া ২’ ছবিতে যমজ ভাইয়ের চরিত্রেই অভিনয় করছেন বরুণ। কারিশমার চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে। তাপসী রয়েছেন রম্ভার চরিত্রে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/ফারজানা