বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের ৫৩ লাখ টাকার গয়না চুরি হয়ে গেছে। এ বিষয়ে বাড়ির তিন পরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। কার্টার রোডের একটি বাড়িতে থাকেন কিরণ এবং আমির খান।
গত সপ্তাহে কিরণের বেডরুম থেকে হীরের হার এবং আঙটি হারিয়ে যায়। সেগুলির দাম প্রায় ৫৩ লাখ টাকা। এ ঘটনায় কিরণের এক আত্মীয় থানায় অভিযোগ দায়ের করেন।
গত পাঁচ দিন ধরে আমির-কিরণের পরিচারিকাদের জেরা করা হচ্ছে। তাদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু কিছু পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/ফারজানা