পুরাণের আলোকে মৌলিক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’। ৬ মিনিটের এই চলচ্চিত্রের কাহিনী এক দেবীর আগমন ও যুবকের অপেক্ষাকে কেন্দ্র করে। আবদুল্লাহ আল মুক্তাদিরের গল্পে ছবিটির পরিচালনা করেছেন দীপা মাহবুবা ইয়াসমিন।
আগামী ৩০ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছে নির্মাতা প্রতিষ্ঠান ‘এ্যপিফ্যানিয়া’। ওই দিন সন্ধ্যা ৬টায় ছবিটির উদ্বোধনী প্রদর্শন হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন অভিনেত্রী সারা যাকের। প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম।
'লংগেস্ট নাইট অব দ্য ইয়ার' ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাওন শাহ এবং মারিনা মিতু। চলতি বছরের মে মাসে রাজধানীর একটি বাড়িতে ছবিটির দৃশ্যধারণ করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব