বলিউডে বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়িয়েছেন ‘আশিকী’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সিনেমার গান গাওয়ার চাপে দম ফেলার সময় পান না এ সঙ্গীতশিল্পী। তবে খুব বেশিদিন আর বলিউডে থাকতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছে অরিজিৎ সিং নিজেই।
তার বক্তব্য, বলিউডের রীতি অনুযায়ী প্রত্যেক ৫/৬ বছর অন্তর নতুন গায়কের উত্থান হয়। তখন জায়গা ছাড়তে হয় পুরনোদের।
‘ফেম গুরুকূল’ নামের একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অরিজিৎ। এরপর অনেক লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। এখনও তিনি বলিউডে প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম। কিন্তু জায়গা ছাড়ার সময় হয়ে গেছে বলে মনে করছেন গায়ক।
তবে কিছু হারানোর ভয় নেই তার। তিনি জানেন, সঙ্গীত থেকে আরও অনেক কিছু শেখার আছে। নতুন কিছু শিখতে তিনি বেশ উৎসাহী। তাই বলিউডে জায়গা হারানোর ভয় নেই। তিনিও চান নতুন গায়কদের জায়গা করে দেওয়া হোক।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব