নব্বইয়ের দশকের বলিউডের বড় তারকা ছিলেন সুনিল শেঠি। ‘হিরো’ ছবির মধ্য দিয়ে সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠিরও বলিউডে অভিষেকটা হয়েছে দারুণভাবেই। এবার শেঠি পরিবারের তৃতীয় সদস্য হিসেবে রূপালি পর্দায় পা রাখবেন সুনিলের ছেলে আহান শেঠিরও।
ইন্ডিয়া টুডে জানায়, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সাজিদ নাদিয়াওয়ালা-এর সিনেমায় দেখা যাবে তাকে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল, সুনিল শেঠির ছেলে আহান শেঠিরও অভিষেক ঘটছে বলিউডে। এবার সেই গুঞ্জনটা যে সত্যি সেটা প্রমাণ করলেন করণ জোহার। তিনি জানিয়েছেন, আগামী বছরেই রুপালী পর্দায় দেখা যাবে তাকে।
করণ তার টুইটে জানিয়েছেন, “তারকার আগমনী বার্তা শোনা যাচ্ছে। আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই আহান শেঠির সঙ্গে। শুভকামনা জানাই সাজিদ নাদিয়াওয়ালাকে।”
যদিও গত বছর থেকে ধারণা করা হচ্ছিল সালমান খানের ছবিতেই অভিষেক হবে আহানের। সেসময় সুনিল শেঠি জানিয়েছিলেন, “সালমান আহানকে অভিষেক করানোর চিন্তা করছে। এতে আরও ২-৩ বছর লাগতে পারে। সে নাচ, অভিনয় শিখছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে সে অনেক জ্ঞান অর্জন করছে।”
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-২