তারা দু’জনই বলিউডের প্রথম সারির তারকা। আর একে অন্যের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়ে এসেছেন। কিন্তু বলিউডে এতদিন হয়ে গেলেও কখনোই একসঙ্গে কাজ করাটা হয়ে ওঠেনি। তবে এবার সেটাও করে ফেলতে পারেন রজনীকান্ত এবং সালমান খান।
সালমান খান চিরকালই রজনীকান্তের ভক্ত ছিলেন। তিনি নিজেই স্বীকার করেছেন, অভিনেতা হিসেবে রজনীর ধারেকাছেও মনে করেন না নিজেকে। কিন্তু তার মতো ভালো মানুষ হতে পারলে ধন্য হয়ে যাবেন। সম্প্রতি রজনীর ছবি ‘রোবট: ২.০’র ফার্স্ট লুক পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিনা আমন্ত্রণেই পৌঁছে গিয়েছিলেন সালমান। রজনীর প্রতি শ্রদ্ধা জানাতেই ছুটে যান সালমান। রজনীও তখন জানালেন, সালমান যেদিন রাজি হবেন সেদিনই তিনি সালমানের সঙ্গে ছবি করতে চান!
শোনা যাচ্ছে, দক্ষিণী প্রযোজক রকলাইন ভেঙ্কটেশের ছবিতে একসঙ্গে দেখা যাবে রজনী-সালমানকে। এর আগে রজনীর ছবি ‘লিঙ্গ’ প্রযোজনা করেছেন তিনি। সালমানের ‘বজরঙ্গি ভাইজান’এরও সহ-প্রযোজক ছিলেন। ছবির বিষয় সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-১২