এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করে সুনাম কুড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন একটি ছবিতে কণ্ঠ দিলেন তিনি। ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’।
সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির সুর ও সংগীতে কাজ করেছেন সংগীত পরিচালক ইমন সাহা। এর কথা লিখেছেন কবির বকুল। সাবিনা ইয়াসমীন জানান, গানটি বেশ সুন্দর হয়েছে। শ্রোতারাও এটি পছন্দ করবেন বলে প্রত্যাশা তার।
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা