বিয়ের কনের সাজে মডেল হয়ে কয়দিন আগে তাক লাগিয়েছেন গর্ভবতী কারিনা কাপুর। এবার তার ননদ সোহা আলী খানও বিয়ের সাজে হেঁটেছেন র্যাম্পে। ৩৮ বছর বয়সী সোহা সম্প্রতি ভারতের কোচি শহরে অনুষ্ঠিত একটি পোশাক প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটির শিরোনাম ছিল 'কেরালা ফ্যাশন লিগ ২০১৬'।
র্যাম্পে সোহা হেঁটেছেন হলুদ রঙের পোশাক পরে। হলুদ রঙের গাউনের সঙ্গে ভারী কাজের ফুলহাতা ওভারকোট। পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা গহনা পরেছিলেন। আর তাতে সব মডেলকে ছাপিয়ে মঞ্চ আলোকিত করেছেন তিনিই। অনুষ্ঠানে মডেল হিসেবে হেঁটেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা প্রিয়ামনিও।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা