পাঁচ দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের সমাবেশ। শ্রদ্ধা জ্ঞাপন ও জাতীয় সঙ্গীত দিয়ে বুধবার সকাল ১১টায় সমাবেশ শুরু হয়। দিনব্যাপী আয়োজিত এ সমাবেশে নিজেদের দাবি তুলে ধরবেন ফেডারেশন অব টেলিভিশনস প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
সকাল ১০টা থেকে সমাবেশস্থলে একের পর এক সংগঠন ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে আসতে থাকে। শহীদ মিনারে আছেন সৈয়দ হাসান ইমাম, আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী, চিত্রলেখা গুহ, গাজী রাকায়েত, বন্যা মীর্জা, শশী, হিল্লোল, নওশীন, মিশু সাব্বির, সিমিত রায় অন্তর, সালাউদ্দিন লাভলুসহ প্রায় তিন শতাধিক শিল্পী ও কলা-কুশলী।
পাঁচ দফা দাবিগুলো হলো বেসরকারি চ্যানেলে বাংলা ডাবকৃত বিদেশি অনুষ্ঠান বন্ধ করা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ-ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রণ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটি-র নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ, টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধ, বিশেষ প্রয়োজনে সরকারের অনুমতি ও সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধন, ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা