দুঃশ্চিন্তায় ধূমপান বাড়িয়ে দেন বলিউড অভিনেতা আমির খান! বিশেষ করে তার নতুন কোন সিনেতা মুক্তির আগে এ বিষয়টি বেশি ঘটে। এটি খুবই খারাপ তা নিজ মুখে শিকার করলেও তিনি কিছুতেই বদঅভ্যাসটা ত্যাগ করতে পারছেন না বলে জানান আমির।
হিন্দুস্তান টাইমস জানায়, ‘দাঙ্গাল’ এর মুক্তির আগে নাকি দুশ্চিন্তায় ধূমপান বেড়ে যাবে বলে মনে করছেন আমির। এর আগে মুক্তি পাওয়া ‘পিকে’, 'ধুম-থ্রি' এবং 'তালাশ' সিনেমার ক্ষেত্রেও নাকি এমনটাই হয়েছিল।
তিনি বলেন, “নিজের ধূমপানের ব্যাপারে আমি মোটেও খুশি নই। কিন্তু যখনই আমার সিনেমার মুক্তির সময় ঘনিয়ে আসে, আমার ধূমপানের পরিমাণ বেড়ে যায়। পরবর্তীতে অবশ্য ছেড়ে দেয়ার চেষ্টা করি। ধূমপান আমার অভিনয়কে প্রভাবিত করে না, কিন্তু আমার শরীরকে প্রভাবিত করে।”
আমির-এর চার বছরের ছেলে আজাদও বাবার এই অভ্যাস পছন্দ করে না। তবে তার সামনে ধূমপান একদমই না করার চেষ্টা করেন আমির।
এই মুহুর্তে ‘দাঙ্গাল’ নিয়ে ব্যস্ত থাকলেও আমিরকে ২০১৭ সালে দেখা যাবে ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায়। এতে প্রথমবারের মতো তিনি অভিনয় করবেন অমিতাভ বচ্চন-এর সঙ্গে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ