বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বয়স মোটে ২৩ বছর। এখনই বলিউডকে যথেষ্ট চমক উপহার দিয়েছেন তিনি। তবে এবার আলিয়া ফাঁস করলেন নিজের চুম্বন অভিজ্ঞতা!
আলিয়া-সিদ্ধার্থের প্রেমের কথা নতুন কিছু নয়। তবে অভিনেতা মহলে, এ নিয়ে কখনও আলো, কখনও অন্ধকার। কখনও প্রকাশ্যে তাদের দেখা যায়। কখনও আবার এক অন্যকে এড়িয়ে চলেন। তবে সহ-অভিনেতা সিদ্ধার্থকে এবার একটা চমৎকার সার্টিফিকেট দিলেন আলিয়া। জানিয়ে দিলেন, 'চুমুতে আমার কাছে সিদ্ধার্থই সেরা'!
যদিও অন্যান্য নায়কের সঙ্গে ছবির প্রয়োজনে ঠোঁটে ঠোঁট মিশিয়েছেন তিনি। তাদের মধ্যে আছেন অর্জুন কাপুরও। তিনিও আলিয়ার ভাল বন্ধু। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার থেকে জানতে চাওয়া হয়েছিল চুমুর ব্যাপারে। যেহেতু সিদ্ধার্থর সঙ্গে আলিয়া একটু বেশি স্ক্রিনস্পেস শেয়ার করেছেন এবং কয়েক বার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন, তাই প্রশ্নের জবাবে এগিয়ে রেখেছেন সিদ্ধার্থকেই। আর আলিয়ার এ কথা গণমাধ্যমে প্রচার হওয়া মাত্র শুরু হয়েছে নানা রটনা।
বিডি প্রতিদিন/এ মজুমদার