দীপংকর দীপনের 'ঢাকা অ্যাটাক' ছবিটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। 'ঢাকা অ্যাটাক' এর পর ত্রিভুজ প্রেমের নতুন একটি ছবির কাজে হাত দিচ্ছেন তিনি। ‘গোলাপতলীর কাজল’ নামক ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে ১০ ডিসেম্বর।
ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করবেন সাইমন ও আসিফ নূর। সাইমন একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করছেন। আসিফ নূরকে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
‘গোলাপতলীর কাজল’ ছাড়াও আরও চারটি ছবি হাতে আছে মাহির। এগুলো হলো বদিউল আলম খোকনের ‘হারজিত’, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ এবং বাকি দুটোর এখনো নাম ঠিক হয়নি।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা