প্রকাশিত হল শাহরুখ খান ও অানুশকা শর্মা অভিনীত ছবির ফার্স্ট লুক। টুইটারে সেই ফার্স্ট লুক প্রকাশ করেছেন বলিউড সুপাস্টার সালমান খান। তবে নাম প্রকাশ্যে আনেননি।
ছবিটি আগামী বছরের ১১ আগস্ট মুক্তি পাবে। টুইটারে সালমান খান লিখেছেন, “ডেট আমি ঠিক করে দিয়েছি। নাম তোমরা ঠিক কর।”
ছবির পোস্টারে একটি লাইন লেখা আছে। “What you seek is seeking you.” লাইনটি একটি পার্সিয়ান কবির। নাম জালালউদ্দিন মোহাম্মদ রুমি। রুমি নামেই তিনি পরিচিত। রণবীর কাপুরের ছবি রকস্টারেও এই কবির কবিতা ব্যবহার করা হয়েছে।
ছবিতে এক প্যারাগুয়ের গাইডের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। আর আনুশকা শর্মাকে দেখা যাবে সম্ভবত পর্যটকের ভূমিকায়। ছবিটি পরিচালনা করছেন ইমতিয়াজ় আলি।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহরুখ-আনুশকা অভিনীত ছবিটির নাম 'দ্য রিং'। ইমতিয়াজ আলির এ ছবিটির শুটিং এখনও চলছে।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব