ভারতের ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে ৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচ। যুবরাজ এবং হ্যাজেল, দুজনেরই ভক্তসংখ্যাটা নেহাৎ কম নয়। তাই এই দুইয়ের বিয়ে নিয়ে উত্তেজনাও কম ছিল না। কিন্তু বিয়ের পরেই নাম পাল্টে ফেললেন হ্যাজেল।
ভারতীয় রীতি অনুযায়ী বিয়ের পরেই পদবী পরিবর্তন করে মেয়েরা। তবে এবার শুধু নামের শেষ অংশ নয়, এবার গোটা নামটাই পরিবর্তন করে নিলেন হ্যাজেল কিচ। যদিও নামবদল করার কোনও চাপ ছিল না হ্যাজেলের উপরে। যুবরাজের মায়ের ইচ্ছে ছিল, হ্যাজেলকে যদি একটি শিখ নাম দেয়া যায়।
এরপরই হ্যাজেল কিচের নাম বদলে হয়, গুরবসন্ত কউর। এরপর শিখ প্রথা মেনেই তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। হ্যাজেল নয়, এবার থেকে যুবরাজের স্ত্রী গুরবসন্ত বলেই পরিচিত হবেন। তবে হ্যাজেল নামটাও থাকেবে বহাল তবিয়তে।
বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা