বর্তমানে অ্যাপ ছাড়া এক পা-ও চলে না। গেমিং থেকে টাকার লেনদেন সব কিছুর জন্যই রয়েছে অ্যাপ। অনুসারীদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান যোগাযোগ রাখতে বহু আন্তর্জাতিক তারকাও নিজস্ব অ্যাপ চালু করেছেন। অ্যাপের মাধ্যমে তারকারা নিজস্ব লাইফস্টাইলেরও প্রচার করে থাকেন। সম্প্রতি প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে সানি লিওন লঞ্চ করলেন তার নিজস্ব অ্যাপ।
এ সম্পর্কে সানি লিওন জানান, তাকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হবে সেটা স্বাভাবিক। কিন্তু অনেক সময়েই তার সম্পর্কে ভুল খবর ছড়ায়। অ্যাপ চালু করে সেটা কমাতে চান তিনি। তাকে নিয়ে যাবতীয় খবর, সবই থাকবে অ্যাপে। তাই ভক্তরা সানির সম্পর্কে সঠিক খবরটি ঠিক সময় পাবেন এই অ্যাপ থেকে।
সানি লিওন অফিসিয়াল অ্যাপটি অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। প্লেস্টোর বা আইটিউনস সার্চ লিস্টে না পেলে গুগল সার্চ থেকেও ডাউনলোড করে নেওয়া যাবে অ্যাপটি।
বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা