শিল্পা শেঠির পর এবার বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে। বুধবার ভারতের ঐতিহাসিক সৈয়দ ইরফান হাবিব আচার্য জগদীশচন্দ্র বসুর ১৫৮তম জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করে টুইট করেন। তার উত্তরে শাবানা টুইট করে বসেন, তপন সিংহর 'এক ডক্টর কি মওত' ছবিটা তো তাকে নিয়েই করা হয়েছিল।
তপন সিংহর 'এক ডক্টর কি মওত' ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আজমি। ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। তবে জগদীশচন্দ্র বসু নয়, ছবিটি নির্মাণ করা হয়েছিল চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে। এমন ছবিতেই শাবানা আজমি অভিনয় করলেন যে, তার সম্পর্কে কোনো স্পষ্ট ধারণাই নেই। এজন্যই বিস্মিত হয়েছে সবাই।
কয়েকদিন আগে শিল্পা শেঠি টুইট করেন, জর্জ অরওয়েলের ‘অ্যানিমাল ফার্ম’ পড়লে শিশুদের মধ্যে পশুপাখিদের প্রতি ভালবাসা জন্মাবে। তাই নিয়ে বেশ শোরগোল পড়ে। কিন্তু শাবানা তো শুধু অভিনেত্রী নন, বামপন্থী রাজনীতির অনুসারী হিসেবে কদর আছে তার। রাজনীতি ও সমাজের নানা বিষয়ে তার পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্ব পায়। অথচ তিনিই কী না এমন ভুল করলেন!
বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা