রাম কাপুর ও সাক্ষী তনওয়ার। টেলিভিশনের পর্দায় যখন দুই জন জুটি হয়ে এসেছিলেন তখন দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিলেন। তবে ইতিহাসের রেশ যেন এখনো রয়ে গেছে। তাদের দুই জনের জনপ্রিয়তা আজ কমেনি। এখনো টেলিভশনের জনপ্রিয় জুটির তালিকায় উপরের সারিতেই রয়েছে তাদের দুই জনের নাম দুটি।
জানা যায়, এবারও একতা কাপুরের হাত ধরেই ফিরছেন বোকাবাক্সের এই জনপ্রিয় জুটি। তবে টেলিভিশনে নয়, এবার ওয়েব সিরিজে। এই বিষয়ে রাম কাপুর নিজেই জানিয়েছেন, বালাজি'র টেলিফিল্মস ভেঞ্চার ‘অল্ট বালাজি’র মাধ্যমে ফের জনপ্রিয় এই জুটিকে দেখা যাবে। ওয়েব সিরিজ সম্পর্কে রাম কাপুর বিস্তারিত কিছু না বললেও সূত্রের খবরে বলা হয়, টেলিফিল্মটির নাম একতার পছন্দের শব্দ ‘K’ দিয়েই শুরু ‘কহতে হ্যায় অপোজিট অ্যাট্রাক্টস’।
বিডি প্রতিদিন/এ মজুমদার