ফিল্মপাড়ায় দ্যুতি ছড়িয়েছেন অনেক আগেই। বলতে গেলে রূপালি জগতে পা রাখার আগেই জানিয়েছেন আগমনী বার্তা। এবার নিজেই আবেশিত হতে যাচ্ছেন বেলি ফুলের সৌরভে। বলছি পরীমণির কথা। বুধবার রাতে একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হলেন হালের আলোচিত এ অভিনেত্রী। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির নারিকেল তেলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
ইতোমধ্যে এ নারিকেল তেলের বিজ্ঞাপনে প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে হালের সোনাক্ষী সিনহাও অভিনয় করেছেন। বেলি ফুলের সৌরভে বাজারে তেল আনছে এই কোম্পানি। এবার তাদের দলে যোগ দিলেন পরীমণি।
এর আগে একটি মিষ্টি কোম্পানি, কোমল পানীয়, বিউটি সোপ, মেহেদী এবং একটি রেফ্রিজারেটরের বিজ্ঞাপনে কাজ করেছেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবার তেলের বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হলেন। বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, " বিজ্ঞাপনের অনেক প্রস্তাব পাই। কিন্তু প্রোডাক্ট ও বিজ্ঞাপনের ধরন পছন্দ না হওয়ায় কাজ করা হয়ে ওঠে না। তাই বেছে বেছে কাজ করছি। এছাড়া বিজ্ঞাপনে তৎক্ষণাৎ দর্শক প্রতিক্রিয়া পাওয়া যায়। যেটা বড়পর্দায় কয়েকদিন সময় লাগে। বিজ্ঞাপনের এ বিষয়টা খুব উপভোগ করি আমি।"
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৪