বলিউড ডিভা সোনম কাপুর কোন পরিচালকের সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত কথা না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে জানাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৮০ থেকে ১৯৯০ সালে অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে ছবি বানানোর কথা জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। শোনা গিয়েছিল সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে সোনম কাপুরকে।
কিন্তু রাজকুমার হিরানি জানিয়ে দিয়েছেন, রণবীর কাপুরের বিপরীতে সোনমকে সেই ছবিতে নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তারপরই কিছুটা অভিমানী সোনম জানিয়েছেন, এক দিন না একদিন তিনি রাজকুমারের পরিচালনায় অভিনয় করবেনই।
সোনম বলেন, ‘যা জিজ্ঞাসা করার হিরানি স্যারকেই করুন। পরিচালক এবং প্রযোজকরা যতক্ষণ না কোনও সিনেমা নিয়ে কথা বলেন ততক্ষণ আগামী প্রকল্প নিয়ে আমি কিছু বলব না।’
রাম মাধবানীর প্রথম ছবি ‘নীরজা’য় সোনমের অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছে। এ বছর জাতীয় পুরস্কারের জন্য নাম উঠেছে সোনমের। সেই নিয়ে সোনম বলেছেন, ‘সত্যি করে বলছি, আমি যদি পুরস্কার না পাই দুঃখ নেই। কারণ, সিনেমা করাটাই আমারে কাছে গুরুত্বপূর্ণ।’
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১১