বলিউডে সাম্প্রতিক অতীতে দেখা গেছে বড় অভিনেতাদের ছবি একসঙ্গেই মুক্তি পেয়েছে। যার প্রভাব পড়ছে বক্স অফিসে। ফলে কোনও ছবিই ঠিকঠাক ব্যবসা করতে পারেনি।
এবার সেই একই সমস্যার সম্মুখীন হতে চলেছেন শাহরুখ খান ও অক্ষয় কুমার। কিছুদিন আগেই জানা গিয়েছে শাহরুখ খান ও আনুষ্কা শর্মা অভিনীত ইমতিয়াজ আলি পরিচালিত 'দ্য রিং' আগামী বছর ১১ আগস্ট মুক্তি পাবে।
এদিকে অক্ষয় কুমার ঘোষণা করলেন তার ও নীরজ পাণ্ডের প্রযোজনায় তৈরি করা 'র্যাক' মুক্তি পাবে একই দিনে। জানা গিয়েছে স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে 'র্যাক' মুক্তি পেতে চলেছে আগস্টের তৃতীয় সপ্তাহে। যার ফলে দুটো ছবিরই ব্যবসায়িক দিক দিয়ে অসফল হবার সম্ভাবনা দেখা গেছে।
এর আগেই জানা গিয়েছে যে, প্রজাতন্ত্র দিবসের সময় একসঙ্গে মুক্তি পাবে শাহরুখের 'রইস' ও ঋত্বিক রোশনের 'কাবিল'। তাই ছবি তৈরিতে কতটা লাভের মুখ দেখতে পারবেন প্রযোজকরা, সন্দেহ থেকেই যাচ্ছে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১১