চলতি বছরের ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে বিদ্যা বালান অভিনীত 'বেগমজান' ছবিটি। এর টাইটেল পোস্টারের পর এবার ফাস্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে বিদ্যাকে একজন স্বাধীনচেতা, সাহসী নারীর ভূমিকায় দেখা গেছে।
জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর পরিচালনায় ছবিটি প্রযোজনা করছেন মহেশ ও মুকেশ ভাট। ছবির পোস্টার টুইটারে প্রকাশ করে মহেশ ভাট লিখেছেন, কী চমৎকার নারী। সে তোমার মনের এমন জায়গায় স্থান করে নেবে যার সঙ্গে তোমার পরিচয় ঘটেনি।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির সময়ের একটি পতিতাপল্লীর প্রধানের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। ঠিক একই কাহিনী নিয়ে 'রাজকাহিনী' নামে বাংলা ভাষায় সিনেমা নির্মাণ করেছিলেন সৃজিত। 'বেগমজান' ছবিতে আরও অভিনয় করেছেন পল্লবী শারদা, গওহর খান ও নাসিরুদ্দিন শাহ।
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৭/ফারজানা