বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর প্রিয়াংকা চোপড়াকে গুলিয়ে ফেলতে বেশ দক্ষ বিদেশী সংবাদমাধ্যম। আরও একবার তা প্রমাণ দিল তারা। সম্প্রতি লস অ্যাঞ্জলসে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বিমানবন্দের স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাকে দেখেই প্রিয়াংকা বলে ডাকতে শুরু করেন তারা। একবার নয়, বেশ কয়েকবার এই নামেই ডাকা হয় এই সুন্দরীকে। বিষয়টা দীপিকাকে বেশ বিব্রতকর পরিস্থিতে ফেললেও তা সামলেন নেন এই অভিনেত্রী।
তবে এই ঘটনা কিন্তু এবারই প্রথমবার নয়। এর আগে 'The xXx: Return of Xander Cage' ছবির প্রমোশনে গিয়েও একবার এই পরিস্থিতির শিকার হতে হয়েছিল দীপিকাকে। সেবারও প্রিয়াংকা বলে তাকে ভুল করেছিলেন স্থানীয় সংবাদমাধ্যম।
বিমানবন্দরের সেই ভিডিও ফুটেজটি ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, লস অ্যাঞ্জলেসের বিমানবন্দরে দীপিকা নামতেই শুরু হয় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। আশপাশ থেকে ভেসে আসতে শুরু করে ‘ইট ইজ প্রিয়াংকা চোপড়া’, ‘প্রিয়াংকা ইজ ব্যাক’, ‘হাই প্রিয়াংকা’-এর মতো শব্দবন্ধ। একজনের দিকে ঘুরেও তাকান দীপিকা। তারপরই মাথা নামিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন তিনি।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১