প্রতারণা অভিযোগ উঠল বলিউড অভিনেত্রী বিপাশার বসুর বিরুদ্ধে। লন্ডনে ফ্যাশন শোয়ে র্যাম্পের টাকা নিলেও কথা রাখেননি তিনি। এমনই অভিযোগ করেছেন শো ম্যানেজার রনিতা শর্মা রেখি।
রনিতা শর্মার অভিযোগ করে বলেন, "চুক্তি স্বাক্ষরের পরেই বিপাশা দাবি করেন, তার স্বামীও যাবেন তার সঙ্গে। সেই মতো পাঁচতারা হোটেলের রুম বুক করা হয় বিপাশার জন্য। লন্ডনে পৌঁছালে বিমানবন্দরেই চুক্তি মতো তাকে দুটি লোকাল সিমকার্ড দেওয়া হয়। কিন্তু সেটি ফেরৎ দিয়ে সংস্থার কর্মীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন বিপাশা। এখানেই থেমে থাকেনি বিপাশার ঔদ্ধত্য, হোটেলে পৌঁছে ঘরের দরজা আর খোলেননি তিনি।"
তিনি আরও বলেন, "একাধিকবার অনুরোধ করার পরেও ফ্যাশন শোয়ে যেতে রাজি হননি। প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁর ঘরের বাইরে পোশাক নিয়ে অপেক্ষা করেছেন সংস্থার কর্মীরা। অথচ প্রায় ৭৮ হাজার পাউন্ড অ্যাডভান্স নিয়েছিলেন।"
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯