জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিও গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ‘আগুন’ শিরোনামের ওই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত নাসির। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।
এ গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও মডেল আফ্রি। আসিফ আকবর বলেন, অনেকেই অনেক রকম করে ভিডিও নির্মাণ করছে। সেদিক থেকে এই কাজটির পরিকল্পনা ও আয়োজন বেশ ভালো ছিল।
গত ২৫ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পায় আসিফ আকবরের 'আগুন' গানটির অডিও। গানটির কয়েকটি লাইন হলো, লোকে বলে তুমি আগুন, ছাই বানাতে জুড়ি নাই, ভয়ে ভয়ে হাত ধরেছি, আমি কিন্তু পুড়ি নাই। তুমি আমার প্রেমের পাখি, প্রেম শেখাতে জুড়ি নাই, তোমার সঙ্গে উড়ার আগে, অন্য কোথাও উড়ি নাই।
বিডি প্রতিদিন/১০ মার্চ, ২০১৭/ফারজানা