আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন, হোলি উপলক্ষ্যে তিনি ভক্তদের জন্য সুপার হট একটি ভিডিও পোস্ট করতে যাচ্ছেন। জল্পনা সত্যি করে হোলির আগে শনিবার সকলকে চমকে দেওয়ার মতো একটি ভিডিও পোস্ট করলেন বিকিনি গার্ল পুনম পাণ্ডে। পোস্ট করা মাত্র ভিউ, লাইক ও শেয়ারের বন্যা বয়ে গেছে।
বিশেষ কোনো দিবসে নিজের শরীর দেখাতে পিছপা হন না ভারতীয় এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার হোলি। নিজের বক্ষদেশে সানস্ক্রিন লোশন মাখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পুনম। যদিও নিন্দুকরা বলছেন, জনমনে নিজের চর্চা বজায় রাখতে এগুলো সবই অভিনেত্রীর পাবলিসিটি স্টান্ট।
যাই হোক, এদিনের ভিডিওয় পুনমকে টু পিস পোশাকে দেখা গেছে। গায়ে রঙ মেখে নানা উত্তেজক ভঙ্গিতে দেখা গেছে তাঁকে। ভিডিওটি রিভার্সে প্লে করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাবে, সম্পূর্ণ রঙমাখা অবস্থা থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন পুনম।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব